Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানি-ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনায় বসতে সম্মত ইরান

admin

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ২১ জুলাই ২০২৫ | ১২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
জার্মানি-ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনায় বসতে সম্মত ইরান

নিউজ ডেস্ক:
আগামী শুক্রবার ইরান ইস্তাম্বুলে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসতে সম্মত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এনিয়ে সোমবার (২১ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘ইউরোপীয় দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা করতে সম্মত হয়েছে’।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানিয়েছেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের বৈঠক উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত হবে।

ইউরোপের এই তিন দেশ সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিল, আলোচনা শুরু না হলে বা ফলপ্রসূ না হলে আগস্টের শেষ নাগাদ ইরানের ওপর আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন