Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই কাজ করছে সরকার’— বিবিসিকে ড. ইউনূস

admin

প্রকাশ: ২২ জুলাই ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ২২ জুলাই ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই কাজ করছে সরকার’— বিবিসিকে ড. ইউনূস

ডিজিটাল ডেস্ক:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জাতিকে ঐক্যবদ্ধ করা এবং দুর্নীতিমুক্ত একটি প্রশাসনিক কাঠামো গঠন করাই সরকারের মূল লক্ষ্য।’ বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বৈদেশিক সহায়তা বন্ধ, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, রোহিঙ্গা সংকটসহ নানা ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাতের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূস। ছাত্রনেতাদের সমর্থনে তিনি এই পদে আসীন হন। দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং আন্তর্জাতিক সহায়তা হ্রাসের প্রেক্ষিতে টেকসই অর্থনৈতিক কাঠামো গঠন—এসব প্রতিশ্রুতি নিয়েই যাত্রা শুরু করে বর্তমান সরকার।

ইউকে এইডের সহায়তা গ্রহণের শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ। সম্প্রতি বিভিন্ন সংস্থার বৈদেশিক সহায়তা বন্ধে বাংলাদেশ কীভাবে মোকাবিলা করবে। এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ তার নিজস্ব সম্পদ ও অর্থায়নের মাধ্যমে পরিস্থিতি কাটিয়ে উঠার চেষ্টা করছে।

বাংলাদেশের ওপর ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্কারোপের ঘোষণাকে মারাত্মক বলে অভিহিত করেন ড. ইউনূস। তবে আলোচনার মাধ্যমে সেই পরিস্থিতি মোকাবিলা করার আশ্বাস দেন তিনি। এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে এটিকে এক ধরনের সুযোগ হিসেবেও বর্ণনা করেন প্রধান উপদেষ্টা।

দেশের আইনশৃঙ্খলা ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার সফলতা দেখিয়েছে বলে বিবিসিকে জানান তিনি।

এছাড়া সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা, শেখ হাসিনার বিচার, রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন ড. ইউনূস। নির্বাচনের পর নতুন সরকার গঠন শেষে নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন