
স্পোর্টস রিপোর্টার:
প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে লিটন কুমার দাসদের। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি সিরিজ জয়ের অভিজ্ঞতা বাংলাদেশ পেয়েছিল ২০১৫ সালে, সেটিও ছিল এক ম্যাচের সিরিজ। এরপর যতবারই একাধিক ম্যাচের সিরিজ হয়েছে, কখনো সিরিজ জয়ের সুযোগ আসেনি বাংলাদেশের। আজ মিরপুরে সেই ইতিহাস ভাঙার সামনে দাঁড়িয়ে লাল-সবুজ জার্সিধারীরা।
মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা থাকলেও এই উইকেটই বরাবরই বাংলাদেশের শক্তির জায়গা। ২০২১ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে এখানেই হারিয়েছিল বাংলাদেশ। ২০২৩ সালে ইংল্যান্ডকেও এই মাঠে টানা দুটি ম্যাচে হারিয়ে সিরিজে ধবলধোলাই করেছিল টাইগাররা। এবার সেই মঞ্চেই পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি।
প্রথম ম্যাচে ৭ উইকেটে হারার পর পাকিস্তান কোচ ও অধিনায়ক সরব হয়েছেন উইকেট নিয়ে। বলের অনিয়মিত আচরণ, ব্যাটিংয়ে অস্বস্তি-এসব অভিযোগ তুলেছে সফরকারীরা। কিন্তু একই উইকেটে বাংলাদেশ ব্যাটাররা খেলেছেন সাবলীলভাবে, তুলে নিয়েছেন ১৫.৩ ওভারে ১১২ রান। স্পষ্টতই উইকেট নয়, মানিয়ে নেওয়ার কৌশলেই পার্থক্য গড়ে দিয়েছে। শ্রীলঙ্কার মাটিতে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই লিটনরা নামছে পাকিস্তানের বিপক্ষের সিরিজে। প্রথম ম্যাচের দাপুটে পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে, জয় শুধুই সম্ভব নয়- বরং ধরা-ছোঁয়ার মধ্যেই। আজ আরেকটি জয়ে ইতিহাস লেখা হয়ে যেতে পারে।
ইতিহাসে বাংলাদেশের টি-টোয়েন্টি ধারাবাহিক সাফল্য বরাবরই ছিল অনিয়মিত। তবে সময়ের সঙ্গে সেই চিত্রটা বদলাতে শুরু করেছে। সম্প্রতি ধারাবাহিক সিরিজ জয়ের চেষ্টায় দলীয় প্রয়াস গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর সেখানেই ধীরে ধীরে নিজের অবস্থান পোক্ত করছেন লিটন কুমার দাস। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র দুটি পর্যায়ে টানা একাধিক সিরিজ জিতেছে। ২০২১ সালে জিম্বাবুয়ে সফর দিয়ে শুরু হয়েছিল সেই যাত্রা, যেটি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে পূর্ণতা পায়। এরপর ২০২২-২৩ সময়ে সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে জয় এনে আরও একটি পর্ব সফলভাবে পার করেছে টাইগাররা। এই দুইবারের বাইরে কখনো ধারাবাহিক সাফল্য ধরা দেয়নি। তাই আজকের ম্যাচে সে দিকেও চোখ থাকবে।
এদিকে আজকের ম্যাচে থাকবে শোকের আবহও। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে খেলোয়াড়রা কালো ব্যাজ পরে মাঠে নামবেন। খেলোয়াড়দের কাঁধে থাকবে কেবল সিরিজ জয়ের দায়িত্বই নয়, থাকবে জাতির বেদনার ভাগীদার হওয়ার বার্তাও।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার