Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বার্ন ইনস্টিটিউট: গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

admin

প্রকাশ: ২২ জুলাই ২০২৫ | ০৫:৩৩ অপরাহ্ণ | আপডেট: ২২ জুলাই ২০২৫ | ০৫:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
বার্ন ইনস্টিটিউট: গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার :
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থা বিপজ্জনক। এই ৩০ জনের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক জরুরি ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৯ জন মারা গেছে। তাদের মধ্যে ছয়জনের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। চারটি পরিবার দাবি করেছে, মরদেহ তাদের, তবে চূড়ান্তভাবে ডিএনএ টেস্টের পরই হস্তান্তর করা হবে।’

হাসপাতালে দগ্ধ রোগীদের বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় বার্ন ইউনিটে বর্তমানে ৪২ জন ভর্তি আছে। এর মধ্যে ৩০ জন বিপজ্জনক অবস্থায় রয়েছে। ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদের মধ্যে ১০ জন শঙ্কামুক্ত এবং দুজনকে সাধারণ ওয়ার্ড থেকে কেবিনে স্থানান্তর করার প্রস্তুতি চলছে।’

স্বাস্থ্যসেবা আরও জোরদার করতে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে একটি বিশেষ মেডিকেল টিম আজই ঢাকায় পৌঁছাবে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আহত ব্যক্তিদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন