Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জে ডাকাতি, ফেলে যাওয়া প্রাইভেট কার জব্দ

admin

প্রকাশ: ২২ জুলাই ২০২৫ | ০৬:৪০ অপরাহ্ণ | আপডেট: ২২ জুলাই ২০২৫ | ০৬:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে ডাকাতি, ফেলে যাওয়া প্রাইভেট কার জব্দ

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামে এ ঘটনা ঘটেছে।

ডাকাতির শিকার বাড়িটি স্থানীয় কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী ও সাবেক ইউপি সদস্য আবদুল্লাহ চৌধুরীর। ঘটনার পর ডাকাতদের ফেলে যাওয়া একটি প্রাইভেট কার ঘটনাস্থলের অদূরে থেকে উদ্ধার করেছে পুলিশ।

আবদুল্লাহ চৌধুরী জানান, রাত তিনটার দিকে হঠাৎ ঘরের লোহার গ্রিল ভেঙে ১৫/১৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে। এ সময় নগদ প্রায় ১৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদল পালানোর সময় তাদের প্রাইভেট কার ঘটনাস্থলের অদূরে ফেলে রেখে যায়। পুলিশ গাড়িটি জব্দ করেছে। বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন