Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর শেওড়াপাড়ায় ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

admin

প্রকাশ: ২২ জুলাই ২০২৫ | ০৭:০২ অপরাহ্ণ | আপডেট: ২২ জুলাই ২০২৫ | ০৭:০২ অপরাহ্ণ

ফলো করুন-
রাজধানীর শেওড়াপাড়ায় ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

স্টাফ রিপোর্টার:
রাজধানীর শেওড়াপাড়ায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফায়ার ফাইটার শিহাব সরকার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর পর থেকে আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে, তবে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন