
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলায় জুমি আক্তার (২০) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলা সদরের চৌশতপুর গ্রামের কমরু মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে জুমি আক্তার বসতঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কিছুক্ষণ পর তার বাবা কমরু মিয়া ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে দেখেন তার মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তখন তিনি নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, ‘জুমি আক্তার (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার