Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সেনাপ্রধানের প্রশংসায় সারজিস আলম

admin

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ | ১২:৪৬ অপরাহ্ণ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ | ১২:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
সেনাপ্রধানের প্রশংসায় সারজিস আলম

ডিজিটাল ডেস্ক:
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (২৭ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করেন তিনি। এতে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক লিখেন, কয়েকটা আনপপুলার তথ্য দেই!

এরপর সেখানে তিনি ৩টি তথ্য তুলে ধরেন। এগুলো হলো:

১. ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গেছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে। যেটা সব উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে।

২. সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে।

৩. আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন