
ফেনী প্রতিনিধি:
ফেনীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এতে অন্তত আরও সাতজন আহতের খবর পাওয়া গেছে। রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল স্টারলাইন পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার দিবাগত রাত ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি।
আহতরা হলেন-শহরের পূর্ব উকিলপাড়ার আবদুর রশিদের ছেলে রবিউল ইসলাম (২৬), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপুরগাছা গ্রামের আবুল কাশেমের ছেলে আমজাদ হোসেন (৩৬), একই উপজেলার পূর্বচল কলাকোবা গ্রামের হাশেমের ছেলে শাকিল (২৪), ফেনী সদর উপজেলার ধলিয়া এলাকার শিপনের ছেলে মেহেদী হাসান (২০), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে হাসান (২০), নোয়াখালীর কবিরহাট উপজেলার ললুয়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে ইব্রাহিম (২৫) ও মাইজদীর পূর্ব শোলাকিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে রাকিব (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনীর মহিপাল থেকে একটি মাইক্রোবাসে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে লালপোল এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার