Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-জকিগঞ্জ সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

admin

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ০৪:১৩ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ০৪:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-জকিগঞ্জ সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

স্টাফ রিপোর্টার:
সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে মর্মান্তিক বাস দূর্ঘটনায় বদরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিয়ানীবাজারের বদরুল ইসলাম নামে একজন ব্যাংক কর্মকর্তা নিহত হন।

রবিবার সন্ধ্যায় সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে পড়ে যাওয়া বাসটির নিচে বদরুল ইসলাম থাকায় কোনভাবে থাকা উদ্ধার করা যায় নি। ফলে রাত ১২ টার দিকে ক্র্যাক দিয়ে বাসটি সরালে মরদেহ পানিতে ভেসে যায়। বদরুল ইসলাম নিতের খবর নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান।

নিহত বদরুল ইসলাম উপজেলার চারখাই ইউনিয়নের খলাগ্রামের বাসিন্দা। তিনি সোনালী ব্যাংক পিএলসির চারখাই বাজার শাখার সিনিয়র অফিসার হিসেবে কাজ করতেন।

জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়লে তিনি বাসটির নিচে চাপা পড়া অবস্থায় মারা যান। রাত ১২টার দিকে বাসটি উদ্ধার করলে বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন