Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখা সীমান্তে নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

admin

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ০৪:২১ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ০৪:২১ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখা সীমান্তে নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার করমপুর সীমান্ত এলাকা থেকে ৫২-বিজিবির লাতু বিওপির একটি টহল দল তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী এবং ছয় শিশু রয়েছে।

সূত্র জানায়, বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, প্রায় পাঁচ বছর আগে তারা কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান। সম্প্রতি তারা সেদেশের পুলিশের হাতে আটক হন। সোমবার (২৮ জুলাই) রাতে বিএসএফ তাদের বড়লেখা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন