Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ ইমাম হাসানের ভাইয়ের বক্তব্য দিয়ে এনসিপির সমাবেশ

admin

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ০৬:৫৮ অপরাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ | ০৬:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
শহীদ ইমাম হাসানের ভাইয়ের বক্তব্য দিয়ে এনসিপির সমাবেশ

স্টাফ রিপোর্টার:
জুলাই বিপ্লবে শহীদ হওয়া ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়ালের আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশ।

রোববার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ শুরু হয়। শুরুতেই বক্তব্য রাখেন শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল।

তিনি বলেন, ‘আমার ভাই জীবনের বিনিময়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশ। আমি চাই, আর কোনো ভাই যেন তার আদরের ভাইকে না হারায়, কোনো মায়ের বুক খালি না হয়। বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক।’

সমাবেশস্থলে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে আসা এনসিপি নেতাকর্মীদের উপস্থিতি ক্রমশ বাড়ছে। শহীদ মিনার প্রাঙ্গণে বসানো বড় স্ক্রিনে দেখানো হচ্ছে জুলাই আন্দোলনের দলিলচিত্র, ভিডিও ক্লিপ ও শহীদদের স্মৃতিচারণমূলক উপস্থাপনা।

আসছে ২৪ দফার ‘নতুন বাংলাদেশের ইশতেহার’

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের সমাবেশে ২৪ দফা সম্বলিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। এ ইশতেহারে স্থান পাবে— দেশ পরিচালনার কাঠামো, পররাষ্ট্রনীতি, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রবাস নীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার পরিকল্পনা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন