সুনামগঞ্জ প্রতিনিধি :
তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ। রোববার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করার কথা জানিয়েছেন পরিবহণ শ্রমিক নেতারা।
জানা গেছে, রোববার সকালে ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটি হয় হেলপার দেলোয়ারের। ওই সময় তাকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় বাস। এর জেরেই তারা কর্মবিরতির ডাক দিয়েছে।
এদিকে, রোববার রাত থেকে সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস সিলেট বা ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। সকাল থেকে বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করলেও পরিবহণ শ্রমিকদের পিকেটিংয়ের মুখে বাস চলাচল বন্ধ রয়েছে।
পরিবহণ শ্রমিকদের ডাকা কর্মবিরতিতে ভোগান্তিতে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে উপায় না পেয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন। কেউ কেউ বাসস্ট্যান্ড এলাকায় পরিবার নিয়ে অনিশ্চিত সময় পার করছেন।
জেলার মধ্যনগর উপজেলা থেকে আসা সেরুজ্জামান বলেন, আমারা সারারাত লঞ্চে করে সকালে শহরে এসেছি। যাবো সিলেট শাহজালালের মাজারে। বাসস্ট্যান্ডে এসে শুনি ধর্মঘট। এখন বড় মুশকিলে রয়েছি।
আব্দুস সবুর নামের আরেক যাত্রী বলেন, ‘আমরা অনেক দূর থেকে এসেছি। সকাল থেকে আটকা রয়েছি। কোনো কিছু হলেই বিনা নোটিশে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আর আমরা সাধারণ মানুষ পড়ি ভোগান্তিতে।’
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে আজ দুপুরে জেলা প্রশাসনের একটি সভা রয়েছে। এতে শ্রমিকদের দাবি উপেক্ষিত হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।