
স্টাফ রিপোর্টার:
সিলেটে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও ভারতীয় চিনি। এরমধ্যে, গতকাল সোমবার বিকেলে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট সংলগ্ন সাহেবের গাঁও রাস্তার মুখে অভিযান পরিচালনা করে রুবেল আহমদ (২৭) নামে এক যুবককে আটক করে। তিনি জালালাবাদ থানার টুকের বাজারের সাহেবের গাঁও এলাকার সিরাজুল হকের ছেলে। এসময় তার কাছ থেকে ৩০পিস ইয়াবা জব্দ করা হয়।
অপরদিকে, শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ২৩ বস্তায় ১ লাখ ৭২ হাজার ৫শ টাকা মূল্যের ১১৫০ কেজি ভারতীয় চিনিসহ একটি পিকআপ আটক করা হয়। এসময় পুলিশ গ্রেফতার করে ২ জনকে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, জৈন্তাপুর থানার দরবস ইউনিয়নের পাকরি গ্রামের আব্দুল মালিকের ছেলে রাজু আহমদ (২২) এবং একই ইউনিয়নের পূর্ব গর্দান গ্রামের নুরুল হকের ছেলে মামুন রশিদ (২০)।
পুলিশ জানিয়েছে, চেকপোস্ট পরিচালনাকালে শাহপরাণ (রহঃ) থানাধীন সিলেট তামাবিল মহাসড়কে দাসপাড়া মুসলিম স্কুলের পাশ থেকে পিকআপসহ তাদেরকে আটক ও চিনি উদ্ধার করা হয়েছে।
পৃথক এ দু’টি অভিযানের বিষয় নিশ্চিত করেছেন, এসএমপির এডিসি (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার