
নিজস্ব প্রতিবেদক :
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত সিলেটের সীমান্ত এলাকা দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলাসহ বাংলাবাজার বিওপি এলাকায় পরিচালিত একাধিক অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বলে নিশ্চিত করা হয় ।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় সানগ্লাস, বিভিন্ন প্রকার ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী, কিটক্যাট চকলেট, বাংলাদেশ থেকে পাচারের সময় ধরা পড়া শিং মাছ এবং অবৈধভাবে উত্তোলন করা পাথরবাহী নৌকা। এসব পণ্যের মোট মূল্য ১ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৭২৫ টাকা।
৪৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক জানান, ‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, আটককৃত পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার