Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাগরিকার জোড়া গোলে লাওসকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের মেয়েদের

admin

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
সাগরিকার জোড়া গোলে লাওসকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস ডেস্ক:
এশিয়ান মঞ্চে আরেকটি দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে পিটার বাটলারের শিষ্যরা।

বুধবার (৬ আগস্ট) ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। প্রথমার্ধের ৩৬ মিনিটে শান্তি মার্ডির কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সাগরিকা। বিরতির আগেই পূজা দাসের একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে তৃষ্ণা রানীর পাস থেকে মুনকি দুর্দান্ত প্লেসিংয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮৬ মিনিটে লাওসের ফরোয়ার্ড আন্না কিও ওনসি ব্যবধান কমান। তবে ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মুনকির সহায়তায় নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন সাগরিকা।

বাংলাদেশের হয়ে সাগরিকা করেন দুই গোল, মুনকি একটি। লাওসের একমাত্র গোল আসে আন্না কিও ওনসির পা থেকে। সাফ চ্যাম্পিয়নশিপের পর এবার এশিয়া জয় করার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার

শেয়ার করুন

Follow for More!