Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে জব্দ কোটি টাকার ভারতীয় পণ্য

admin

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ | ০২:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ | ০২:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে জব্দ কোটি টাকার ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার:
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ১৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। গতকাল বুধবার (০৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়কত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলা এবং বাংলাবাজার বিওপি কর্তৃক অভিযান চালানো হয়।

এসময় বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী কিটক্যাট চকলেট, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লক্ষ ৫২ হাজার ৭শ ২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!