
স্টাফ রিপোর্টার:
সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় আরও তিনজনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন তিনজনসহ আগস্টের ৭ দিনে সিলেট বিভাগজুড়ে ডেঙ্গু সনাক্ত হয়েছে মোট ৯ জনের।
এদিকে চলতি বছর এ সংখ্যা মোট ৭১। সনাক্তকৃতদের মধ্যে মোট বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন।
এদের মধ্যে সিলেটের মাউন্ড এডোরা হসপিটালে ১, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপতালে ১ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন ৩ জন।
এ বছর সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু সনাক্ত হয়েছে হবিগঞ্জে মোট ২৮ জন, এরপর সিলেট জেলায় সনাক্ত হয়েছেন ২১ জন। এছাড়াও মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে সনাক্ত হয়েছেন ৭ জন।
এবছর এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার