Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৯ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মুক্তিপণ না দেয়ায় ছাদ থেকে ফেলে হত্যা : গ্রেফতার ২

admin

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০২:৪৩ অপরাহ্ণ | আপডেট: ০৯ আগস্ট ২০২৫ | ০২:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে মুক্তিপণ না দেয়ায় ছাদ থেকে ফেলে হত্যা : গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:
সিলেটের বহুল আলোচিত আবুল হত্যা মামলার দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার (৮ আগস্ট) রাতে র‌্যাব-৯, সিলেট এবং র‌্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকার ধানমন্ডি ও সিলেট শহরে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ শনিবার (৯ আগস্ট) র‌্যাব-৯ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, মামলার বিবরণে উল্লেখ রয়েছে—২০২৪ সালের ১৮ জুন রাত সাড়ে ৯টার দিকে ভিকটিম আবুল হাসান ও তার চাচাতো ভাই মিনহাজকে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে কোতয়ালী থানার আম্বরখানাস্থ ব্রিটানিয়া আবাসিক হোটেলের পাশে একটি পাঁচ তলা ভবনের ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে এলোপাতাড়ি মারধর করে তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অপহরণকারীরা।

পরবর্তীতে তারা আবুলের কাছে আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে আবুলকে নির্মমভাবে মারধর করে এবং একপর্যায়ে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় আবুলকে হাসপাতালে নিলে পরদিন (১৯ জুন) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। মামলা নং–২৬, তারিখ–২১/০৬/২০২৫, ধারা–৩০২/৩৬৪/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড ১৮৬০।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৯ ও র‌্যাব-৩ এর যৌথ দল রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামী মো. নাজমুল হোসেন ওরফে রায়হান (২০) সিলেটের কানাইঘাটের পূর্ব কাড়াবাল্লা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন মজুমদারি কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই মামলার অপর পলাতক আসামী রাজু (১৮) কে গ্রেফতার করা হয়। রাজ সুনামগঞ্জের ধর্মপাশা থানার রাজাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন