Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২রা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: সিইসি

admin

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০৭:০২ অপরাহ্ণ | আপডেট: ০৯ আগস্ট ২০২৫ | ০৭:০২ অপরাহ্ণ

ফলো করুন-
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: সিইসি

স্টাফ রিপোর্টার:
আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

এর আগে শনিবার সকালে রংপুর আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি বলেছিলেন, নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এখন বড় চ্যালেঞ্জ। মানুষ এই ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে। তাদের আবার ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা বড় কাজ হবে।

তিনি জানান, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। ‘তফসিল ঘোষণার দুই মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!