Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১০ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজার উপজেলা ও ৬ ইউনিয়নে প্রার্থী মনোনয়ন করেছে জামায়াত

admin

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ | ০২:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার উপজেলা ও ৬ ইউনিয়নে প্রার্থী মনোনয়ন করেছে জামায়াত

স্টাফ রিপোর্টার:
আগামী স্হানীয় সরকার নির্বাচনে বিয়ানীবাজার উপজেলা ও ১০টি ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্ধিতার জন্য স্থানীয় জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে প্রার্থী মনোনীত করেছে।

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ করে একটু আগেভাগেই মাঠ গুছিয়ে রাখতে চাইছে জামায়াতে ইসলামী। এ কারণে দলটি মনোনীত প্রার্থীদের নিজ নিজ এলাকায় কাজ করার পরামর্শ দিয়েছে।

সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলটির স্থানীয় আমীর মাও. ফয়জুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সেক্রেটারী মাও: কাজী আবুল কাসেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহানা ফেরদৌসী (পৌর আমীর কাজী জমির হোসাইনের সহধর্মীনী) এবং আলীনগরের ইউপি চেয়ারম্যান পদে আহমেদুর রহমান খান হিনু, চারখাইয়ে মাও: আমীর হোসাইন চৌধুরী, দুবাগে মাহতাব উদ্দিন, মাথিউরায় সাবেক শিক্ষক মাও: সাব্বির আহমদ খাঁন, মুড়িয়ায় বর্তমান চেয়ারম্যান ফরিদ আল মামুন, লাউতায় বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে মনোনীত করা হয়।

এছাড়াও বিয়ানীবাজার পৌরসভা ও বাকি শেওলা, কুড়ারবাজার, তিলপাড়া ও মোল্লাপুর ইউনিয়নে পরবর্তীতে প্রার্থী ঘোষণা হবে বলে জানা গেছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন