Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনের পদ স্থগিত

admin

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনের পদ স্থগিত

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।

জানা যায়, চাঁদাবাজী, দখলবাজীসহ বিএনপি’র নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জে সরকারি জায়গা দখল, সাদাপাথর লুট ও চাঁদাবাজির ব্যাপক অভিযোগ ছিল।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন