
দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৬টি ভারতীয় গরু ও সাড়ে ৩৯ হাজার পিস জীবন বিড়ি এবং ১৫০ কেজি বাংলাদেশি শিং মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার সিজার মূল্য ১৩ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।
সোমবার ( ১১ আগষ্ট) ভোররাত ৩ টার দিকে সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবি’র অধীনস্থ বাংলাবাজার বিওপির বিশেষ টহল কমান্ডার (জেসিও ১০৭০৫) মনজুর রাহীর নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১২৩৬ হতে ৪শ’ গজ বাংলাদেশ অভ্যান্তরে কলাউড়া এলাকা হতে গরুসহ এসব চোরাই পণ্য জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি ঠের পেয়ে দ্রুত সিটকে পড়ে চোরাকারবারিরা।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার