স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি দখলকে কেন্দ্র করে বাবাকে রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে হবিগঞ্জ থেকে ছেলেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১২ আগস্ট) র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মামলার বিবরণে জানা যায়, নাসিরনগর উপজেলার তারাউল্লা এলাকার বাসিন্দা মো. ধনু মিয়ার দুই স্ত্রীর সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে বাড়ি করে দেন তিনি। প্রথম পক্ষের ছেলেদের অংশ বুঝিয়ে দেওয়ার পরও বিবাদীরা তার কাছ থেকে আরও জমি দলিল করে নিতে চাপ দিতে থাকে। এতে রাজি না হওয়ায় কথাকাটাকাটির একপর্যায়ে গত ২৬ জুলাই সকাল ১০টার দিকে স্থানীয় মসজিদের সামনে ধনু মিয়াকে দা দিয়ে হাত, পা ও বুকে এলোপাতাড়ি কোপায় অভিযুক্তরা।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ধনু মিয়া নাসিরনগর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়া (৩০) কে গ্রেফতার করে। তিনি ধনু মিয়ার প্রথম পক্ষের ছেলে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।