Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় বিভিন্ন মা ম লার সাজাপ্রাপ্তসহ ৯ আসামি গ্রেপ্তার

admin

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ০৬:৫৩ অপরাহ্ণ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ | ০৬:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় বিভিন্ন মা ম লার সাজাপ্রাপ্তসহ ৯ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত তিনজনসহ মোট নয়জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দোহালিয়া গ্রামের আজিজুর রহমান, সৎপুর গ্রামের মো. আব্দুল কাহির, কাঠালতলী গ্রামের আতাউর রহমান, ছোটলেখা দক্ষিণভাগের ইকবাল হোসেন, পূর্বদোহালিয়া গ্রামের আজিত আহমদ ও তাঁর স্ত্রী আয়রুন নেছা, একই এলাকার সুমন মিয়া, বিওছি কেছরীগুল (মধ্য ডিমাই) গ্রামের জুয়েল আহমদ ও জুবের আহমদ। গ্রেপ্তারদের মধ্যে আজিজুর রহমান মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত, মো. আব্দুল কাহির পাঁচ মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এবং আতাউর রহমান তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তারদের মধ্যে তিনজন কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত এবং বাকি ছয়জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন