জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর মডেল থানা কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় দুটি স্কুটি আটক করেছে।
পুলিশ সূত্রে জানায়, ১৪ আগষ্ট বৃহস্পতিবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিত্ব সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার সম্মুখে তাৎক্ষনিক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা দুটি স্কুটি আটক করা হয়। এদিকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে নিয়ে আসা চোরাকারবারীরা তাৎক্ষনিক চেকপোস্ট দেখে স্কুটি ফেলে দ্রুত প্রাণ রক্ষা করে পালিয়ে যায়। পুলিশ স্কুটি দুটি আটক করে থানা হেফাজতে নেয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে ১মিনিটের মধ্যে থানার সম্মুখে সিলেট তামাবিল মহাসড়কে তাৎক্ষনিক চেকপোস্ট বসিয়ে অবৈধ পথে ভারত হতে নিয়ে আসা দুটি স্কুটি আটক করি। এসময় চোরাকারবারীরা চেকপোস্ট দেখে স্কুটি ফেলে দ্রুত পালিয়ে যায়। আমরা তদন্ত সাপেক্ষে চোরাকারবারীদের বিরোধে ব্যবস্থা গ্রহন করব। আটক স্কুটি দুটি জব্দ করা হয়েছে। আমাদের চোরাচালান বিরোধী অভিযান চলমান আছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।