Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে যুক্তরাজ্য ফেরত যুবকের আত্মহত্যা

admin

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ০২:২০ অপরাহ্ণ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ | ০২:২০ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে যুক্তরাজ্য ফেরত যুবকের আত্মহত্যা

হবিগঞ্জ সংবাদদাতা:
নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন।

কোনো সাড়া না পেয়ে জানালা ভেঙ্গে দেখা যায়, তিনি উড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন।খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ।

সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। পারিবারিক সূত্র জানায়, তানভীর কয়েক বছর যুক্তরাজ্যে অবস্থান করার পর দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বিবিয়ানা গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন। দেশে ফেরার পর থেকেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!