সংবাদ বিজ্ঞপ্তি:
দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের বাসিন্দা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক নায়েবে আমির ডা. রুহুল আমিন আর নেই। আজ রোববার ভোর ৪টা ৩০ মিনিটে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
ডা. রুহুল আমিনের ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতে আমীর মাওলানা ফয়জুল ইসলাম, নায়বে আমীর আবুল খায়ের ও মস্তফা উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জামায়াতের আমীর মাওলানা জমির উদ্দিন এবং দৈনিক জালালাবাদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল খালিক গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায়, ডা. রুহুল আমিন একজন নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে জামায়াতে ইসলামীর অপূরণীয় ক্ষতি হলো। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে মরহুমের জানাজার নামাজ রোববার বাদ জোহর দুপুর ২টায় মেওয়া কেন্দ্রীয় মোকাম মসজিদ দক্ষিণ মহল্লা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।