স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ জুয়াড়িকে গ্রেফতার করলো পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার মোহাম্মদপুর এলাকার মৃত বাতির মিয়ার ছেলে আব্দুল করিম (৩৫), চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আধরা এলাকার আহমদ নগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মিরাজ আহমদ (৩৫) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার রাজনগর এলাকার মৃত সুশীল দাসের ছেলে নয়ন দাস (৫৪)।
সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়া খেলার সময় ৩জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেট মহানগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।