Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ক্রেতা সেজে রুবেলকে হত্যা করে জুহেল

admin

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ০৭:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ | ০৭:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে ক্রেতা সেজে রুবেলকে হত্যা করে জুহেল

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার শহরের আলোচিত ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি জুহেল মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ। জুহেল বর্তমানে বেকার ও হতাশাগ্রস্ত ছিল। পারিবারিক আর্থিক সঙ্কটের কারণে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ৭ আগস্ট বিকেলে সে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে এবং মালামাল কেনার অজুহাতে রুবেলকে ভেতরে নিয়ে গিয়ে ছুরি দিয়ে হত্যা করে। এরপর ক্যাশ বক্স থেকে মাত্র ১ হাজার ১০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুহেল স্বীকার করেছে যে সে পূর্বে একটি মিষ্টির দোকানে কাজ করতো। বর্তমানে সে বেকার ও হতাশাগ্রস্ত ছিল। পারিবারিক আর্থিক সঙ্কটের কারণে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ৭ আগস্ট বিকেলে সে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে এবং মালামাল কেনার অজুহাতে রুবেলকে ভেতরে নিয়ে গিয়ে ছুরি দিয়ে হত্যা করে। এরপর ক্যাশ বক্স থেকে মাত্র ১ হাজার ১০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, ‘গত ৭ আগস্ট সন্ধ্যায় শহরের শমসেরনগর রোডের এফ রহমান ট্রেডিং নামের একটি হার্ডওয়ার ও স্টেশনারি দোকানে দুর্বৃত্তরা প্রবেশ করে দোকানমালিক রুবেলকে বারবার আঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি অটোরিকশা শনাক্ত করা হয়। রিকশাচালকের সাক্ষ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়। অবশেষে রবিবার (১৭ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলার নিজ বাড়ি থেকে জুহেলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুহেল মিয়া ওরফে আলিফ শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের সুহেল মিয়ার ছেলে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন