Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে ৩৫ ট্রাক বালু-পাথর জব্দ

admin

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ | ০২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ | ০২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে ৩৫ ট্রাক বালু-পাথর জব্দ

জৈন্তাপুর সংবাদদাতা :
সিলেটে পর্যটন স্পট জৈন্তাপুরের শ্রীপুর এলাকার রাংপানিতে পাথর লুটে হচ্ছে এমন সংবাদ বেসরকারি টেলিভিশন, জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় প্রকাশের পর জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী তীরবর্তী এলাকার বিভিন্ন স্থানে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ করা হয়েছে। নদী থেকে অবৈধ উত্তোলন রোধ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানসংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা যায়: গত সোমবার (১৮ আগস্ট) পরিচালিত এ অভিযানে বাংলাবাজার সংলগ্ন নদী তীর থেকে প্রায় ৩৫ ট্রাক বালু জব্দ করা হয়। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে জব্দকৃত বালু ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়।

এছাড়া একটি স্থানীয় ক্রাশার মেশিন থেকে প্রায় ৯ হাজার ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়, যা রাংপানি নদী থেকে উত্তোলিত বলে নিশ্চিত হওয়া গেছে। জব্দকৃত এসব পাথর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট ক্রাশার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

অভিযানের সময় শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় পাথর উত্তোলনে কঠোর বাধা প্রদান এবং সীমান্তবর্তী নো ম্যান্স ল্যান্ডে অবৈধভাবে প্রবেশ করে পাথর চুরির ঘটনাগুলো প্রতিরোধে আরও কঠোর নজরদারির নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। বিশেষভাবে বিজিবি কমান্ডারকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফারজানা আক্তার লাবনী।

স্থানীয় সচেতন মহল মনে করছেন প্রাকৃতিক সম্পদ দেশের অন্যতম বড় সম্পদ। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন শুধু পরিবেশের ক্ষতি করে না, এটি জাতীয় স্বার্থেরও পরিপন্থী। তাই জনসচেতনতা ও প্রশাসনের কঠোর পদক্ষেপ-দুটোই এখন সমান জরুরি। নদী ও প্রকৃতি রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকার আহবান জানান ।

প্রকৃতি ও সম্পদ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার। তাই আইন মেনে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে এগিয়ে আসতে হবে-যেন অবৈধ দখল, চুরি কিংবা লুটের কারণে দেশের সম্পদ ধ্বংস না হয়, বরং সংরক্ষিত থাকে জনস্বার্থে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন