Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টা পর সুরমা নদীতে ভেসে উঠলো মাদ্রাসাছাত্র আবিরের লাশ

admin

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ০৩:৩১ অপরাহ্ণ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ | ০৩:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
৪৮ ঘণ্টা পর সুরমা নদীতে ভেসে উঠলো মাদ্রাসাছাত্র আবিরের লাশ

স্টাফ রিপোর্টার:
সিলেটের সুরমা নদী থেকে নিখোঁজের দুই দিন পর আবির নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জালালাবাদ থানার টুকেরবাজার খেয়াঘাট এলাকায় নদীতে ভেসে ওঠা লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোর এবাদুর রহমান আবির (১৩) কোতয়ালী থানার ঘাসিটুলার বেতের বাজার জামেয়া নূরুল হেরা মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

আবিরের গ্রামের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সোনাটিলা গ্রামে। তার বাবার নাম মিজানুর রহমান মুসা।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আবির বাসার কাছে মাঠে ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে বল সুরমা নদীতে পড়ে গেলে তা আনতে নেমে পানিতে তলিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

স্থানীয় ডুবুরি ফায়ারসার্ভিসের কর্মীরা বেশ কয়েকঘন্টা চেষ্টা চালিয়েও তার কোন খোঁজ পাননি। অবেশেষে ওইদিন রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পর তার লাশ ভেসে উঠলো।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ জানান, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নিহতের পরিবারে পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন প্রক্রিয়াধীন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন