
স্টাফ রিপোর্টার:
সিলেটের ধোপাগুল থেকে এবার আরও ৩৭ হাজার ঘনফুট লুটের পাথর জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করে যৌথ বাহিনী।
এক প্রেসনোটে র্যাবের গণমাধ্যম শাখা জানায়, দুপুর ১টার দিকে র্যাবের টহল দল, সাদা পোশাকধারী সদ্য ও সিলেট জেলা প্রশাসনের যৌথ বাহিনী এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া ৩৭ হাজার ঘনফুট পাথর জব্দ করে।
জব্দকৃত পাথরগুলোর ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার