স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকালে আঞ্চলিক মহাসড়কের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া তায়েফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস উদ্ধার করে। এ সময় স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় একজনকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়। আহত আরও দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বাসে প্রায় ১০-১৫ জন যাত্রীর মধ্যে কমবেশি সবাই আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে বাসের যাত্রীরা এলাকাবাসীকে জানিয়েছেন, ‘চালক স্টিয়ারিংয়ে বসেই ঝিমাচ্ছিলেন। তাই বাসটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনাটি যদি তিন কিলোমিটার সামনে ঘটত! তবে বাসটি হাওরের পানিতে পড়ে যেত এবং হতাহতের ঘটনা বাড়তে পারতো।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, ‘বাসটি ছাতক উপজেলার সাহেবনগর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসে থাকা যাত্রীরা কমবেশি সবাই আহত হয়েছেন। কোনো নিহতের ঘটনা ঘটেনি। সবাইকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।