জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় চোরাই পণ্যের বড় চালান জব্দ করা হয়েছে। সেই সাথে আটক করা হয়েছে তিন চোরাকারবারীকে। ওই চানানে ছিল ভারতীয় নাসির উদ্দিন বিড়ি।
শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ থানাপুলিশের একটি বিশেষ দল উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শাহাবাগ পয়েন্ট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় একটি পিকআপ গাড়ি থেকে ৪ লাখ ২০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করা হয়।
অভিযানে পিকআপসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, কানাইঘাট উপজেলার আগফৌদ গাংপার সুরাইঘাট এলাকার জালাল আহমদের ছেলে মো. আব্দুশ শুকুর (৪৮), নেহালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মাহবুব আলম (২৮), একই গ্রামের জহির উদ্দিনের ছেলে আবু তাহের (২০)।
পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে আনা এসব বিড়ি স্থানীয় বাজারে সরবরাহের চেষ্টা চলছিল। জব্দ করা বিড়ির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা নথিভুক্ত করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।