Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ২৪শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৯ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ডাকাতি, অর্ধকোটি টাকার সম্পদ লুট

admin

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ০৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ | ০৭:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে ডাকাতি, অর্ধকোটি টাকার সম্পদ লুট

বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আবুল মিয়ার বাড়িতে ডাকাতদল হানা দিয়ে নগদ পাঁচ লক্ষ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার এবং দুটি আইফোনসহ আরও কিছু মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ৮-১০ জনের ডাকাত দলটি বাড়ির মূল দরজা ভেঙে পরিবারের সদস্যদের মারধর করে জিম্মি করে। এক পর্যায়ে আবুল মিয়াকে বেঁধে তার স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে আলমারি খুলে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে যায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফ উজ্জামান এ ব্যাপারে বলেন, ইতোমধ্যে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ ও তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লিখিত অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন