স্টাফ রিপোর্টার:
সিলেটে ভারতীয় পণ্যবাহী একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ কিটক্যাট চকলেট জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ মাসুদ মিয়ার নেতৃত্বে বড়শলা বাইপাস পয়েন্টে চেকপোস্ট পরিচালনার সময় পিকআপটি আটক করা হয়। এ সময় গাড়ি থেকে ১২ হাজার ৫৪৪ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ১ হাজার ৭৬০ টাকা।
জব্দকৃত পিকআপটি নীল রঙের টাটা ব্র্যান্ডের (রেজিঃ নং সিলেট-মেট্রো-ন-১১-২৪৫২)। গাড়ির ভেতরে থাকা প্রতিটি চকলেটের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪০ টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ আমির উদ্দিন (২৫)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার মুতিয়ারগাঁও গ্রামের উস্তার মিয়ার ছেলে। বর্তমানে তিনি বড়শালা এলাকায় বসবাস করছেন।
ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।