
স্টাফ রিপোর্টার:
সিলেটে লুন্টিত পাথর উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬০ হাজার ঘনফুট পাথর। উদ্ধারকৃত পাথরগুলো প্রতিস্থাপন করা হচ্ছে ধলাইয়ের বুকে, সাদাপাথরে। রবিবার (২৪ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াত শারমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার (২৩ আগস্ট) রাত ১০টা থেকে পাথর উদ্ধারে অভিযান শরু করেন সিলেট সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. মামুনুর রশীদ। চলে রবিবার বিকেল ৩টা পর্যন্ত।
এ সময়ে ২৫১টি ট্রাকে তল্লাশি চালিয়ে এলসির পাথর বহনকারী ২৪৪টি ট্রাক ছেড়ে দেওয়া হয়। আটক করা হয় সাদাপাথরবাহী ৭টি ট্রাক। এই পাথরগুলো ভাঙা ছিল।
এদিকে রবিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার লালবাগের ঝুমুর ও শাহজালাল ক্রাশার মেশিনের অভিযান চালানো হয়। এসময় ঝুমুর ক্রাশার মিল থেকে ১০ হাজার ঘনফুট ও শাহজালাল ক্রাশার মিল থেকে ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। পাথরগুলো স্থানীয় একজন ওয়ার্ড সদস্যের জিম্মাায় রাখা হয়েছে। অভিযানে র্যাব পুলিশও অংশগ্রহণ করে।
এদিকে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াত শারমিন জানান, শনিবার দিবাগত রাত থেকে শুরু করে রবিবার সন্ধ্যা পর্যন্ত শতাধিক ট্রাক ভর্তি করে ৫০ হাজার ঘনফুট পাথর প্রতিস্থাপনের জন্য সাদাপাথরে পাঠানো হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার