স্টাফ রিপোর্টার:
সিলেটে প্রতিদিনই মিলছে ডেঙ্গু আক্রান্ত রোগী। স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী চলতি বছর নমুনা পরীক্ষায় সিলেটে ডেঙ্গু সনাক্ত হয়েছে ১০১ জনের। সোমবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নতুন আরও ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। আর এই একজন নিয়ে সিলেটে সেঞ্চুরি পার করলো ডেঙ্গু।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, চলতি বছর সিলেট জেলায় ২৭ জন, সুনামগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ১৭ জন ও হবিগঞ্জে ৪৬ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানান, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হবিগঞ্জ জেলায়। এদের বেশিরভাগই অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে এসেছেন। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।