
এডভোকেট মো: আমান উদ্দিন:
২০-০৮-২০২৫ইংরেজী তারিখে জনাব সরওয়ার আলম জেলা প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহন করেছেন। জেলা প্রশাসক পদটিতে যোগদান একটি চলমান প্রক্রিয়া। এ পদটি নিয়ে তোষামোদ করা বা গুনকির্তন করা আমার উদ্দেশ্য নহে। প্রবাদ আছে মানুষ বাঁচে তাহা ভালো কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে। সুতরাং ভাল কর্মকেই মূল্যায়ন করিলে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।
যেমন: এ পদটিতে কত জেলা প্রশাসক যোগদান করলেন, সাধারণ জনগনের কিছু জায় আসে না। তবে সিলেটের জেলা প্রশাসক হিসাবে জনাব ফয়জুল্লাহ শ্রেষ্টত্বের আসন অলংকৃত করে আছেন সাধারণ জনগনের মধ্যে। কেননা তিনি ছিলেন বহু মাত্রিক গুনাবলী সম্পূর্ন।
জনাব, সরওয়ার আলম আলোচিত ও সমালোচিত সরকারী কর্মকর্তা। অন্যায়, আভিচার ও ভেজাল বিরোধী আন্দোলন করতে গিয়ে সরকারের সুদৃষ্টি থেকে বঞ্চিত হন। এর পরও নীতি থেকে কখনও বিচ্যুত হননি। ভেজাল বিরুধী আন্দোলন করতে গিয়ে নিজেই একাধিকবার ভেজালের মধ্যে পড়ে যান। সরকারের প্রভাবশালী মহলের। কিন্তু তাহার আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, সাধারণ জনগনের অধিকার রক্ষা করা। দিন শেষে সফল হয়ে বীরের বেশে সরকারী কাজে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে ফিরে এসেছেন। পদোন্নতিসহ সকল প্রাপ্য তাহার যথাযথ সম্মানও মর্যাদা ফিরে পেয়েছেন। কোন দিন সৎ মানুষ ধ্বংশ হবে না। সত্যের বিজয় অনিস্বীকার্য। সাধারণ মানুষের ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। দেশের উন্নয়নে সৎ ও সাহসী লোক সরওয়ার আলমের মত প্রশাসনিক কর্মকর্তা হিসাবে এগিয়ে আসিলেই সাধারণ মানুষ দারুন খুশি। আশা করি জেলা প্রশাসক ফয়জুল্লাহর মত সরওয়ার আলম সিলেটের মাটি ও মানুষের আতœার সাথে মিশে গিয়ে যুগে যুগে সমাদৃত হবেন।
জনাব, সরওয়ার আলম অত্যন্ত বিচক্ষন। দুর্নিতি, চাটুকার, ভ‚মি খেকো, লুটেরাদের চিহ্নিত করতে বা রাজনৈতিক র্দুবৃত্তায়নদের বা তদ্বিরকারদের চিহ্নিত করতে তাহার কোন গনকযন্ত্রের প্রয়োজন নেই। মুখ দেখেই অসৎ লোকদের চিহ্নিত করন তাহার জন্য কোন ব্যাপারই না। সুতরাং অসৎ লোকদেরকে বলব, অহেতুক তদ্বির বানিজ্য না করে সাধারণ গন মানুষের পক্ষে কথা বলে সাহসী ভ‚মিকা পালন করুন। সিলেটকে দুবৃত্তকের হাত থেকে বাঁচাতে সরওয়ার আলমের হাতকে শক্তিশারী করুন। আধ্যাত্বিক রাজধানী খ্যাত সিলেটকে দুবৃত্তদের হাত থেকে বাঁচাতে সাধারণ মানুষ কিন্তু আপনার পক্ষে থেকে কাজ করবে। এটা নিশ্চিত করে বলা যায়। দুবৃত্তদের কোন আদর্শিক রাজনৈতিক দল আশ্রয় প্রশ্রয় দেওয়ার কথা নহে।
জনাব, সরওয়ার আলম র্যারের নির্বাহী ম্যাজিস্টেট ছিলেন। বিশাল পদ পদবী ছিল না। কিন্তু সাহসী কর্মগুনে সরকারের প্রভাবশালী মহল তথা অসৎ ব্যবসায়ীদের রোষানলে পড়তে হয়েছে সাধারণ জনগনের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে। কিন্তু তিনি বিলীন হননি। হয়েছেন প্রভাবশালী। সরওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসাবে দায়িত্বকালীন সময় সফলতা স্বার্থকথায় ভরপুর হউক সেই শুভকামনায়…….।
লেখক, সভাপতি- সু-শাসনের জন্য নাগরিক (সুজন) বিয়ানীবাজার, সিলেট। মোবাইল: ০১৮১৯১৭৬২১৭, ০১৭১১-২২১৬২৪
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার