Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ২৫শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১০ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে কাভার্ড ভ্যানের লুন্ঠিত মাল উদ্ধার, গ্রেপ্তা র ৬ ডাকাত

admin

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ০৫:০৩ অপরাহ্ণ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ | ০৫:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কাভার্ড ভ্যানের লুন্ঠিত মাল উদ্ধার, গ্রেপ্তা র ৬ ডাকাত

স্টাফ রিপোর্টার:
সিলেটে এসএ পরিবহনের কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে লুন্ঠিত মালপত্র। সোমবার ওই ডাকাত সদস্যদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ওসমানীনগর থানার রবিদাস গ্রামের শানুর শাহ (২৯), মাটিহানী গ্রামের রলেক মিয়া (৪০) ও একই গ্রামের দিলশাদ আহমেদ রাজু (৩৪), ভাড়েরার আবদুল মজিদ (২৪), ফতেহপুর গুপ্তপাড়ার সুফিয়ান আহমেদ (২৬) ও মোগলাবাজার থানার সাইদুর রহমান সাদী (২১)।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান ডাকাতি করে মালপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হলে রবিবার রাতেই লুন্ঠিত মালামালসহ ৬ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল- ১৯ বস্তা জিরা, ৬৭৫ প্যাকেট ফুসকা, ৫৮ পিস শাড়ী, ১২০০ পিস স্ক্রিন কেয়ার ক্রিম, ১ বস্তা চাল ও ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন