স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজলোর সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি। মঙ্গলবার সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি সাদাপাথর এলাকায় যান। তারা সাদাপাথর পর্যটনকেন্দ্র ও রেলওয়ে বাংকারসহ আশপাশের এলাকা পরিদর্শন করেন। এসময় তারা পাথর লুটের ঘটনা নিয়ে স্থানীয় লোকজন ও বিভিন্ন পেশার লোকজনের সাথে কথা বলেন।
সাদাপাথর লুট তদন্তে ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এর আগে আরও দুই সচিবের সমন্বয়ে একটি তদন্ত দল সাদাপাথর এলাকা পরিদর্শন করে যায়।
জেলা প্রশাসন সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যা পর্যন্ত লুন্ঠিত ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬ লাখ ঘনফুট পাথর সাদাপাথর ও ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।