Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১২ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হিজাব নিয়ে কড়া হুঁশিয়ারি ইরানের এমপির

admin

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩ | ১২:৩১ অপরাহ্ণ | আপডেট: ০২ এপ্রিল ২০২৩ | ১২:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
হিজাব নিয়ে কড়া হুঁশিয়ারি ইরানের এমপির

নিউজ ডেস্ক:
ইরানে দীর্ঘ প্রতিবাদ-বিক্ষোভ সত্ত্বেও হিজাব আইন কার্যকর রাখার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। বিধিনিষেধ অবসানের দাবিতে কয়েক মাস বিক্ষোভের পর এই সিদ্ধান্ত আসে।

বিবিসির খবরে বলা হয়, কট্টরপন্থি এক ইরানি এমপি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নারীদের মাথার স্কার্ফের নিয়ম লঙ্ঘন বন্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগকে আলটিমেটাম দিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে তেহরানে গ্রেফতার হন ২২ বছরের কুর্দি তরুণী মাহসা আমিনি। পুলিশি হেফাজতে কয়েকদিন পর মাহসার মৃত্যু হয়।

তরুণীর পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে মাহসার মৃত্যু হয়। তবে পুলিশ বলছে, আগের শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন আমিনি। সেদিন থেকেই ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয় ইরানের পুলিশ।

ডিসেম্বর থেকে গ্রেফতার করা হয় হাজার হাজার বিক্ষোভকারীকে। তাদের মধ্যে চারজনের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর করেছে ইরান সরকার।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহে জানায়, হিজাব ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!