জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার (২৭ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজার এলাকায় ১৯ বিজিবির একটি আভিযানিক টহল দল মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি ভারতীয় জিরা আটক করে। জব্দকৃত পণ্যের সিজারমূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী সীমান্ত পয়েন্ট এলাকায় একই ব্যাটালিয়নের অপর একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮০ কেজি ভারতীয় সুপারি আটক করে। এর সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার টাকা।
অভিযানে সর্বমোট ১ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।