Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে ভারতীয় গরু, সুপারি ও কয়লা জব্দ

admin

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ০১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ | ০১:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে ভারতীয় গরু, সুপারি ও কয়লা জব্দ

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু, সুপারি ও কয়লা জব্দ করেছে বিজিবি। ১৯ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল গেল দুই দিনে এ পণ্য ও পশু জব্দ করে।

বিজিবি জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ময়নাবস্তি এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের ১০টি ভারতীয় গরু জব্দ করে।

একই রাত ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল এলাকা থেকে সাড়ে ১৭ হাজার টাকা মূল্যের সুপারি জব্দ করে বিজিবি।

এর আগের দিন মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জৈন্তাপুরের বাগছড়া এলাকা থেকে ২ হাজার ২৫০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। জব্দকৃত কয়লার মূল্য সাড়ে ৬৭ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, তিনটি স্থানে জব্দকৃত ভারতীয় পশু ও পণ্যের মূল্য ৮ লাখ ৮৫ হাজার টাকা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন