Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ৩ ভাইকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু

admin

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | ০৫:৪৭ অপরাহ্ণ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ | ০৫:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৩ ভাইকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
সিলেটে হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে তাদের চাচাতো ভাই। এতে এক ভাই নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ঘাতক ও তার পিতাকে।

শুক্রবার (৩০ আগস্ট) কানাইঘাটের ৩নং দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান শাহপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আটক করা হয়েছে সাইদুর রহমানের চাচা ও তার ছেলে ইমরানকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান ও তার ভাইদের ২০-২৫ টি হাঁস ছিলো। সম্প্রতি ইমরান তাদের ধানক্ষেত রক্ষার্থে বিষ প্রয়োগ করে। কয়েকদিন আগে হাঁসগুলো ওই ধানক্ষেতে গেলে ১০-১৫ হাঁস বিষক্রিয়ায় মারা যায়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে গতকাল শুক্রবার ‍জুমার নামাজের পর সাইদুর রহমান ও তার ভাইদের সাথে ইমরানের মারামারি বেঁধে যায়। এসময় ইমরান তাদের ৩ ভাইকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৩ ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদুর রহমান। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন, ফরিদুর রহমান ও আব্দুর রহমান।

তাছাড়া তাদের মারামারিতে ইমরানের মা গুরুতর আহত হন।

আজ শনিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার এসআই খোকন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন