
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে অবৈধভাবে উত্তোলিত পাথর ও বালু উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। শনিবার সদর উপজেলার ধোপাগুল এলাকা থেকে আরও ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছে। পাথর উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।
এদিকে, জব্দকৃত প্রায় ২৮ লাখ ঘনফুটের মধ্যে ইতোমধ্যে ২২ লাখ ঘনফুট সাদাপাথর পর্যটনকেন্দ্র ও ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, শনিবার পর্যন্ত প্রায় ২৮ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এরমধ্যে প্রায় ২২ লাখ ঘনফুট সাদাপাথর পর্যটনকেন্দ্রসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করা হয়েছে। লুটকৃত পাথর উদ্ধার ও প্রতিস্থাপন একই সাথে চলছে। উদ্ধারকৃত বাকি ৬ লাখ পাথরও প্রতিস্থাপন প্রক্রিয়ায় রয়েছে।
এদিকে, শনিবার দুপুরের সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে অভিযানে সহায়তা করে র্যাব-৯।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ জানিয়েছেন, অবৈধভাবে উত্তোলিত পাথর উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার