Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট নগরীতে ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

admin

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ০১:০৯ অপরাহ্ণ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ | ০১:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট নগরীতে ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর বারুতখানা এলাকায় একটি বাণিজ্যিক ভবনের ছাদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার (৩১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন এবং কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা তদন্ত করে জানা যাবে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহতের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি প্লাস পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, প্লাস দিয়ে লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন