Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পালাতে চেয়েও পারলেন না রফিক মিয়া

admin

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ০১:১৪ অপরাহ্ণ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ | ০১:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
পালাতে চেয়েও পারলেন না রফিক মিয়া

স্টাফ রিপোর্টার:
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেছিলেন রফিক মিয়া (৪৭)। কিন্তু তিনি সফল হতে পারেননি। ধরা পড়েন র‌্যাবের হাতে। এরপর নিজ হাতে খাটের নিচ থেকে বের করে দেন বিদেশি মদ।

ধৃত রফিক মিয়া সুনামগঞ্জ জেলার ছাতক পৌর শহরের মন্ডলীভোগ এলাকার নুরু মিয়ার ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মন্ডলীভোগের ৩ তলা একটি বাড়িতে র‌্যাবের একটি টিম অভিযান চালায়। অভিযান টের পেয়ে রফিক মিয়া কৌশলে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়।
পরে স্বাক্ষীদের উপস্থিতিতে রফিক মিয়া খাটের নিচ হতে নিজ হাতে ৯০ বোতল বিদেশি মদ বের করে দেয়। পরে মদসহ তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে রফিক মিয়া র‌্যাবকে জানিয়েছে, বিক্রয়ের উদ্দেশ্যে সে সীমান্ত এলাকা থেকে বিদেশি মদের বোতলগুলো সে কিনে নিয়ে এসেছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন