
স্টাফ রিপোর্টার:
চলতি বছরের ৯ মার্চ প্রতিবন্ধী তরুণীটির বিয়ে হয়েছিল। রঙিণ স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল স্বামীর ঘরে। কিন্তু বিয়ের পরই নববধূর শারীরিক পরিবর্তন দেখে আতকে উঠেন স্বামী। বিয়ের আগেই অন্তঃস্বত্তা হওয়ার আশঙ্কার কথা জানানো হয় তরুণীর বাবাকে। জিজ্ঞাসাবাদে তরুণীও স্বীকার করে গত বছরের ৫ অক্টোবর থেকে একই গ্রামের আবু তাহের ও আকবর আলী তরুণীর একাকিত্বের সুযোগ নিয়ে তাকে দলবদ্ধভাবে ধর্ষন করে আসছে। এতেই সে অন্তঃস্বত্তা হয়ে পড়েছে।
নির্মম এই ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাটে। গত ৮ মে চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, ওই তরুণী ২৭ সপ্তাহ ৪ দিনের অন্তঃস্বত্তা। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে র্যাব ছায়া তদন্তে নামে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল পৌণে ৫টার দিকে মামলার আসামী আকবর আলীকে গ্রেফতার করে।
আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সবুজ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার